বরিশালে শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বরিশালে আওয়ামী শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় জেলা ও মহানগর শ্রমিক লীগের উদ্যোগে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা শ্রমিক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার এবং মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিকেলে নগরীর কালীবাড়ি রোডে সিটি মেয়রের বাস ভবনে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করে জেলা ও মহানগর শ্রমিক লীগ। আলোচনা সভায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাস।