বরিশালে র্যাবের অভিযানে অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
1 min readবরিশালের উজিরপুর থেকে অবৈধ কারেন্ট জাল সহ এক জনকে আটক করেছে র্যাব। র্যাব-৮ এর সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে জেলার উজিরপুর থানাধীন ০৫ নম্বর ওয়ার্ডের টার্মিনাল রোড এলাকার কাজী হাবিবুর রহমান তার নিজ দোকানের মধ্যে অবৈধ কারেন্ট জাল বিক্রয় ও মজুদ করে রাখছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল মঙ্গলবার দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ০১ জনকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম কাজী হাবিবুর রহমান (৫৮), পিতা- মৃত কাজী আইনুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড, উজিরপুর, বরিশাল। তার দেয়া তথ্য মতে নিজ দোকানের ৪টি প্লাষ্টিকের বস্তার মধ্য থেকে ৫ হাজার ১শ’ ৩০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫৭ হাজার টাকা। পরবর্তীতে র্যাব-৮ এর ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরিশাল জেলার উজিরপুর মডেল থানায় বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।