April 5, 2025

ফরচুন নিউজ ২৪

বরিশালে র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক বিক্রেতা আটক

বরিশালে র‌্যার-৮ এর অভিযানে গাঁজা সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। শনিবার রাতে বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৩শ’ ৬০ গ্রাম গাঁজাসহ মো. মাহবুব শেখ (৪২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করে সদস্যরা। আটক মাহবুব নগরীর রসূলপুর এলাকার মৃত মালেক শেখের ছেলে।
শনিবার রাতে র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, রাত পৌণে ৯টার দিকে নগরীর ৯নং ওয়ার্ড কোস্টগার্ড অফিস সংলগ্ন রসুলপুর ব্রীজের পার্শ্বে অভিযান চালিয়ে ৩শ’ ৬০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ২ হাজার ৫৩০ টাকাসহ মাহবুব আটক করা হয়।
পরবর্তিতে র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

About The Author