April 5, 2025

ফরচুন নিউজ ২৪

বরিশালে মূলধারার সাংবাদিকদের মধ্যে প্রধান মন্ত্রীর অর্থিক সহায়তার চেক বিতরণ করেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

করোনা পরিস্থিতিতে বরিশাল বিভাগের মূলধারার সাংবাদিকদের মধ্যে প্রধান মন্ত্রীর অর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউজে অনুষ্ঠানের মধ্যদিয়ে এই চেক বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এই চেক বিতরণ করেছেন। মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সাংবাদিক বান্ধব। এজন্য দেশের অন্যান্য পেশার লোকদের ন্যায় সাংবাদিকদের এই করোনার দুর্যোগ মোকাবেলায় সাংবাদিকদের কথা বিবেচনায় এনে আর্থিক সহায়তা দিচ্ছেন। আমরা চাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ হোক। আমি অপরাধ করলে লিখুন কিন্তু আমাকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দিতে হবে। এ সময় উপস্থিত বিভাগের বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর ও বরিশাল জেলার দেড়’শ সাংবাদিকদের প্রত্যেককে দশ হাজার টাকার চেক দেয়া হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের আয়োজনে এই অনুষ্ঠানের সহায়তায় ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়ন।

About The Author