November 23, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ম্যুরাল উন্মোচন

1 min read

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার একটি ম্যুরাল উন্মোচন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় আতসবাঁজী উৎসবের মধ্য দিয়ে এর উন্মোচন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে বঙ্গবন্ধু অডিটরিয়ামের দক্ষিন দেয়ালে ম্যুরালটি নির্মাণ করে বরিশাল সিটি কর্পোরেশন। ৫০ ফুট উঁচু এবং ৪০ ফুট প্রস্থের ম্যুরালে পেছনে জাতীয় পতাকার আবহ ফুটিয়ে তোলা হয়েছে। উদ্বোধন হওয়া ম্যুরালটি দেশের সর্ববৃহৎ বলে দাবি সিটি কর্পোরেশনের।

এসময় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, বঙ্গবন্ধু অডিটরিয়াম, অথচ ভবনটির কোথাও বঙ্গবন্ধুর কোন নামফলক ছিলো না। তাই বঙ্গবন্ধু ম্যুরাল নির্মান করে প্রধানমন্ত্রীর জন্মদিনে উন্মোচন করেছেন। উন্মোচনের সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করে সিটি কর্পোরেশন।

About The Author