বরিশালে পর্বতারোহী রেশমা হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন
1 min readপর্বতারোহী, দৌড়বিদ ও সাইক্লিস্ট রেশমা নাহার রতœা’র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাইক্লিস্টদের জন্য পৃথক লেন করা সহ নিরাপদ সড়কের দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে বরিশাল ম্যারাথন কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অমিষ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জহির কর্মকার, বিপ্লব দাস, আশরাফুর রহমান ও সঞ্জিব দাস প্রমুখ। বক্তারা সাইক্লিস্ট রেশমা নাহার রতœা হত্যার বিচার এবং সাইক্লিস্টদের জন্য পৃথক লেন করার দাবী জানান।