বরিশালে নারীর ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
বরিশালে নারীর ক্ষমতায়ন ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ও অধিকার বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা প্লান বাংলাদেশ ন্যাশন্যাল, চিলড্রেন টাস্কফোর্স ও ইয়েস বাংলাদেশ এর সহযোগীতায় বুধবার (০২ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
ন্যাশন্যাল চিলড্রেন টাস্কফোর্সের সভাপতি কথক বিশ্বাস জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিল আরা খানম ও শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী।
সভায় তরুন সমাজের মাঝে সচেতনতা, নারীর ক্ষমতায়ন, কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ও অধিকার বিষয়ক গুরুত্বপূর্ন আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, অবহিতকরন সভার মধ্য দিয়ে বরিশালে ওয়াই-মুভস প্রকল্পের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশে ২২ জেলায় এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।