May 3, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালে জাতীয় শিল্পনীতি ২০২১ প্রণয়নের লক্ষ্যে অংশীজন পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

1 min read

আজ ২৯ মে শনিবার সকাল ১১ টার জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশালে জাতীয় শিল্পনীতি ২০২১ প্রণয়নের লক্ষ্যে অংশীজন পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুম ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অতিরিক্ত সচিব (আইন, নীতি ও আস) শিল্প মন্ত্রণালয় মোহাঃ সেলিম উদ্দিন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব (নীতি) শিল্প মন্ত্রণালয় মোঃ সলিম উল্লাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আবদুর রাজ্জাক, এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক বরিশাল মোঃ সাজ্জাদ হোসেন, পরিচালক বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরিশাল মোঃ সোহরাব হোসেন, সভাপতি বরিশাল চেম্বার অফ কমার্স সাইদুর রহমান রিন্টুসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক প্রেজেন্টেশন উপস্থাপনের মধ্য দিয়ে শিল্প মন্ত্রণালয় কর্তৃক নতুন জাতীয় শিল্পনীতি ২০২১ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারি ধারাবাহিকতায় বরিশালে শিল্প প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে নতুন জাতীয় শিল্পনীতি বিষয়ে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।

About The Author