April 26, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালে চোরাই মদ বিক্রির অপরাধে এক নারীকে পাঁচ বছরের কারাদন্ড

1 min read

বরিশালে চোলাই মদ তৈরি করে বিক্রি করার অপরাধে এক নারী মাদক কারবারিকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার বরিশালের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মাহবুব আলম এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত নারী আশা গোমেজ জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রাম এলাকার লিমন গোমেজের স্ত্রী। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত ঐ নারীর বিরুদ্ধে ২০১১ সালে বরিশালের বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম। মামলার অভিযোগে তিনি বলেন, মদ তৈরি করে বিক্রি করার খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুর রব তদন্তের সত্যতা পেয়ে একই সালের ৯ সেপ্টেম্বর আসামি আশার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত সাত জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামীকে পাঁচ বছরের কারাদন্ড প্রদান করেন।

About The Author