বরিশালে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
1 min readবরিশালে নিরাপদ নগরী গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এবং মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
পরে সমাবেশে সভায় বক্তারা বলেন, জনসাধারণ স্ব-ইচ্ছায় কমিউনিটি পুলিশিংয়ে অংশগ্রহন করলে অপরাধ কমবে। সমাজে অস্থিরতা ও অশান্তি বর্তমানের চেয়ে কমবে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
এছাড়া পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, কমিউনিটি পুলিশিং ভাবনাটি সাধারণ মানুষের মধ্যে যত বেশী দেয়া যাবে, পুলিশ তত বেশী জনবান্ধব হবে।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, বরিশাল নগরীর আইনশৃংখলা রক্ষায় এবং সামাজিক সমস্যা সমাধানে জনগনের স্বেচ্ছামূলক অংশগ্রহন নিশ্চিত করা গেলে কমিউনিটি পুলিশিং স্বার্থক হবে।