April 7, 2025

ফরচুন নিউজ ২৪

বরিশালে এক হাজার পিস ইয়াবা সহ পাচ জন আটক

বরিশালে পৃথক অভিযানে এক হাজার পিস ইয়াবা সহ ৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো, মনির হোসেন মৃধা, রিয়াজুল ইসলাম রাজীব, জাহাঙ্গীর মৃধা, সুমন হাওলাদার ও শাহাবুদ্দিন মৃধা।
গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার রবিউল ইসলাম শামীম। তিনি জানান, বুধবার নগরীর পোর্ট রোডে প্রথমে অভিযান চালানো হয় এবং পরে রুপাতলী অভিযান চালিয়ে এই ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

About The Author