April 5, 2025

ফরচুন নিউজ ২৪

বরিশালে ইউপি চেয়ারম্যান ও সচিবগণের পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে ইউপি চেয়ারম্যান ও সচিবগণের পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় বরিশাল জেলার ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবগণের পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ে দিনব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বরিশাল এর উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাসসহ ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন। শুরুতে বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধনের পরে পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ে দিনব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।

About The Author