November 22, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালের চরমোনাইতে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ মারার অভিযোগ

1 min read

বরিশালের চরমোনাইর মক্রমপ্রতাপ গ্রামে ঘেরে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকা মূল্যের মাছ মারার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে ঐ ঘেরের কিছু মাছ মরে উঠলেও মঙ্গলবার পুরো ঘেরের মাছ মরে ভেসে ওঠে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ ঘেরের মালিক কামাল হাওলাদার। কামাল হাওলাদার জানান, ঐ এলাকায় নিজস্ব জমিতে এক বছর আগে প্রায় এক একর আয়তনের একটি ঘের খনন করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি। সোমবার বিকেলের দিকে ওই ঘেরের কিছু মাছ মরে ভেসে ওঠে। মঙ্গলবার পুরো পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। এতে তার অন্তত ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন। কামালের সন্দেহ, পাশ্ববর্তী বাড়ির লোকজন তার ঘের থেকে বিনানুমতিতে মাটি কেটে নিচ্ছিলো। এ কারনে তাদের তিনি বাধা প্রদান করেন। এর প্রতিশোধ নিতে তারা বিষ দিয়ে ঘেরের সকল মাছ হত্যা করেছে বলে সন্দেহ তার। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার কথা বলেন কামাল হাওলাদার। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম।

About The Author