January 28, 2025

ফরচুন নিউজ ২৪

বনানীতে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

1 min read

রাজধানীর বনানী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি রেস্টুরেন্ট ও দুটি ওষুধ ফার্মেসি।

বুধবার (১৫ জুন) ভোক্তা অধিকার ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তারের নেতৃত্বে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অন্যদিকে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মাস্টার ফার্মেসিকে ৪০ হাজার টাকা ও একই অপরাধে মানহা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *