বঙ্গবন্ধুর সোনার বাংলা টেকসই করবে ডেল্টা প্ল্যান : জাহিদ ফারুক
1 min readপানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে পানি ব্যবস্থাপনা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। সোনার বাংলাকে টেকসই করবে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেল্টাপ্ল্যান পরিকল্পনা। কারণ বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে পানির স্থায়ী ব্যবস্থাপনা ছাড়া কোন উন্নয়নই টেকসই হবে না।
সোমবার সকালে ‘৮ম আন্তর্জাতিক পানি ও বন্যা ব্যবস্থাপনা কনফারেন্স-২০২১’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর আয়োজন করে।
জাহিদ ফারুক বলেন, সুপেয় পানি জাতিসংঘ স্বীকৃত একটি মানবাধিকার। আমাদের দেশে প্রায় ৮০ ভাগ মানুষ নিরাপদ সুপেয় পানি পায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশের শতভাগ মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
বুয়েট’র উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল জব্বার খান। এতে স্বাগত বক্তব্য রাখেন আইসিডব্লিউ এফএমের চেয়ারম্যান অধ্যাপক ড. আনিসুল হক।
আগামী ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় এই দ্বি-বার্ষিক কনফারেন্সে পানি ও বন্যা ব্যবস্থাপনা কৌশল সংশ্লিষ্ট পাঁচ মহাদেশের ২০ দেশ থেকে প্রায় ২শ’ প্রবন্ধ উপস্থাপন করা হবে।