বকেয়া বেতনের দাবিতে কমলাপুরে রাস্তা অবরোধ পোশাক শ্রমিকদের

বকেয়া বেতন ও ভাতার দাবিতে রাজধানীর কমলাপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মতিঝিল থানার পরিদর্শকের (অপারেশন) দায়িত্বে থাকা এক কর্মকর্তা।
তিনি বলেন, বিকেল ৫টা থেকে পোশাক শ্রমিকরা কমলাপুরে রাস্তা অবরোধ করে রেখেছেন। তারা বেতন-ভাতা না পেয়ে রাস্তায় নেমেছেন।
ওই পরিদর্শক আরও বলেন, শ্রমিকদের সঙ্গে পুলিশের পক্ষ থেকে কথা বলা হচ্ছে।
এদিকে দীর্ঘসময় রাস্তা অবরোধ করে রাখায় আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কমলাপুর এলাকায় চলাচল করা মানুষ।