April 19, 2025

ফরচুন নিউজ ২৪

ফ্রান্সে গির্জার সামনে যাজককে গুলি

ফ্রান্সের লিও শহরের একটি গির্জায় সামনে এক যাজককে গুলি করেছে এক বন্দুকধারী যুবক। স্থানীয় সময় শনিবার বিকালে গির্জা বন্ধ করে বাসায় ফেরার সময় তার ওপর একাধিকবার গুলি চালায় ওই যুবক। বন্দুকধারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উপাসনা শেষে শনিবার গির্জা থেকে বের হচ্ছিলেন সেই যাজক। শট গান থেকে দুটি গুলি করে পালিয়েছে সেই যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই যাজককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। হামলাকারীর খোঁজে গোটা শহরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বর্তমানে দেশটির উপাসনালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নিরাপত্তা জোরদার করা হলেও কীভাবে এমন হামলা হল, তার উত্তর নেই পুলিশের কাছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক সাক্ষীদের বর্ণনার সঙ্গে সামঞ্জস্য রয়েছে এমন একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এ হামলার মাত্র দু’দিন আগেই গত বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরের একটি চার্চে তিনজনকে হত্যা করা হয়।

About The Author