ফল উৎসব অব্যাহত রাখার আহ্বান স্পিকারের
1 min readফল উৎসব সংসদের ঐতিহ্য। তাই ভবিষ্যতেও এ উৎসবকে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার (২০ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ‘ফল উৎসব-২০২২’ এর আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ আহ্বান জানান। সেই সঙ্গে এ উৎসবের আয়োজন করার জন্য অ্যাসোসিয়েশনের নেতাদের ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম।
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নিখিল ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত উৎসবে সংসদ বিটের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এবারও দেশীয় ২১টি জাতের ফল দিয়ে সাজানো হয়েছিল এই ফল উৎসব। এরমধ্যে ছিল আম, জাম, লিচু, লটকন, কাঁঠাল, কলা, ডেউয়া, পেঁপে, তরমুজ, পেয়ারা, আমলকি, আনারস, গাজর, বিলাতী গাব, জামরুল ইত্যাদি।