ফরচুন বরিশাল ৮ উইকেটে দুর্দান্ত জয়
1 min readরাজশাহীর ২২০ টপকে ইমনের সেঞ্চুরিতে বরিশালের ‘আউট অফ দ্য বক্স’ রেকর্ড জয়
ফরচুন বরিশাল ২২১/২, ১৮.১ ওভার (ইমন ১০০*, তামিম ৫৭)মিনিস্টার গ্রুপ রাজশাহী ২২০/৭, ২০ ওভার (শান্ত ১০৯, ইমন ৬৯)
টুর্নামেন্ট শুরুর আগে তামিম ইকবাল বলেছিলেন, ‘আউট অফ দ্য বক্স’ কিছু করতে হবে তাদের, এই দল নিয়ে এগুতে হলে। সেই দল এই ম্যাচে এলো এমন অবস্থায়, যেখানে জয়ের আদতে তেমন বিকল্প নেই। টসে জিতে ফিল্ডিং নিয়ে খেইল হারিয়ে ফেললেন বরিশাল বোলাররা, ইনিংসের মাঝপথেই সেরা বোলার চলে গেলেন স্ট্রেচারে করে বাইরে। বিপক্ষ দলের তরুণ ওপেনারের ঝড়ো ফিফটি, অধিনায়কের সেঞ্চুরিতে সামনে এলো ২২১ রানের লক্ষ্য, যে রান বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টিতে এর আগে তাড়া করেনি কোনও দল। তবে বরিশাল দমলো না। ঠিক প্রথম বলেই সাইফউদ্দিনকে মারা সাইফ হাসানের বাউন্ডারির পর তামিম করলেন পরিস্থিতি বিবেচনায় দারুণ এক ফিফটি, আফিফ হোসেন অপরাজিত থাকলেন ১৬ বলে ২৬ রানে অপরাজিত। তবে ইতিহাসগড়া জয়ে বরিশালের ‘আউট অফ দ্য বক্স’ নায়ক পারভেজ হোসেন ইমন, ৪২ বলে যিনি অপরাজিত ছিলেন ১০০ রানে।
এ জয় দিয়ে রাজশাহীর চেয়ে এক ম্যাচ কম খেলেই এখন তাদের সমান ৪ পয়েন্ট বরিশালের।