April 7, 2025

ফরচুন নিউজ ২৪

ফরচুন বরিশাল দলকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন

বঙ্গবন্ধু টি ২০ কাপে  ফরচুন বরিশাল নামক দল রাখাতে ফরচুন গ্রুপ কে শুভেচ্ছা জানিয়েছে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস। ২৩ শে নভেম্বর সোমবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সম্মুখে সকাল ১০:৩০ এ  লাভ ফর ফ্রেন্ডস এর সদস্যবৃন্দরা এ শুভেচ্ছার আয়োজন করে।

উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ফর লাভের সংগঠক পারভেজ শিকদার। এ সময় বক্তব্য রাখেন হৃদয় রিয়াজুল (আহবায়ক), শাফিন, শুভ, হৃদয় খন্দকার ,শাফিন রাতুল। উক্ত কার্যক্রমে বরিশালের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা আসন্ন বিপিএলে ও ফরচুন গ্রুপ কে দল রাখার আহ্বান জানান।বক্তারা বলেন বরিশালবাসি অত্যন্ত ক্রীড়াপ্রেমি । দীর্ঘদিন পরে এত বড় আসরে ফরচুন বরিশাল নামক দল খেলায় উচ্ছ্বসিত ও আনন্দিত। আর বরিশাল নামক দল খেলার সৌভাগ্য পেয়েছে ফরচুন সুজ কোম্পানির কারণে।এ সময় ফরচুন সুজ কোম্পানির সাফল্য কামনা করেন লাভ ফর ফ্রেন্ডস এর  সদস্য বৃন্দ ।

উল্লেখ্য লাভ ফর ফ্রেন্ডস বর্তমানে বাংলাদেশের ১৬টি জেলায় সেচ্ছাসেবীদের নিয়ে কাজ করছে এবং নিয়মিতভাবে রক্তদান করে থাকে।

About The Author