April 19, 2025

ফরচুন নিউজ ২৪

‘ফরচুন বরিশাল’ উন্মাদনায় ক্রিকেটপ্রেমীরা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টে ‘ফরচুন বরিশাল’ নিয়ে উন্মাদনার যেন শেষ নেই। ক্রিকেটপ্রেমীরা নানাভাবে বরিশালের দলটির জন্য চালাচ্ছে প্রচারনা। নগরীর আনাচেকানাচে ব্যানার, ফেস্টুন, পোস্টার সাটিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আঙ্গিকে চলছে প্রচার।

বৃহস্পতিবারও নগরীর বিভিন্ন স্থানে চলেছে ব্যানার, ফেস্টুন, পোস্টার সাটানো কার্যক্রম। দুপুরে নগরীর বিসিক এলাকায় একদণ ক্রিকেটপ্রেমীদের গাছে ঝুলে ব্যানার সাটাতে দেখা গেছে ‘ফরচুন বরিশাল’ এর পক্ষে। কথা হয় একাধিক ক্রিকেট ভক্তের সাথে। তারা জানান, ৪ বছর পর বরিশালকে নেতৃত্ব দিচ্ছে ‘ফরচুন বরিশাল’। এর ফলে আবারও বরিশাল ফিরেছে ক্রিকেটে। তাদের স্বপ্ন ‘ফরচুন বরিশাল’ চ্যাম্পিয়ন বয়ে আনবে।

এদিকে সামাজকি যোগাযোগ মাধ্যমে ফরচুন বরিশালের শুভকামনায় নানা মতামত দিচ্ছে ক্রিকেট ভক্তরা। বরিশালের ক্রিকেট প্রেমীরাও দীর্ঘদিন পর উজ্জীবিত। নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা আইটি এক্সপার্ট মশিউর দিপু বলেন, বরিশালকে ভালবাসতে হলে ফরচুন বরিশালের প্রচার করতে হবে ব্যাপকভাবে। আগামী ২৪ নভেম্বর প্রথম খেলায় খুলনাকো হারানোই আমাদের টার্গেট থাকতে হবে।

বরিশাল বিভাগ ক্রিকেট টিমের ম্যানেজার মঈনউজ্জামান মঈন বলেন, ফরচুন বরিশাল টিম ভাল হয়েছে। কামরুল ইসলাম রাব্বি, তানভির এর মত বরিশালের সম্ভাবনাময় খেলোয়ার দলে আছেন। রাইজিং অলরাউন্ডার আফিফ, মেহেদী মিরাজ রয়েছেন। টিমের বলিং লাইন বেশ শক্তিশালী।

About The Author