প্লে অফ নিশ্চিত করায় ফরচুন বরিশাল ক্রিকেট টিমের স্বত্বাধিকারী জনাব মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা
ফরচুন বরিশাল ক্রিকেট টিম প্লে অফ নিশ্চিত করায় বরিশাল কাউনিয়া বিসিক এলাকাবাসী ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে ফরচুন বরিশাল ক্রিকেট টিমের স্বত্বাধিকারী জনাব মিজানুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়। সামাজিক সুরক্ষা নিশ্চিত করে তারা সংবর্ধনার আয়োজন করে।
উৎফুল্ল ক্রিকেটপ্রেমীরা এসময় জনাব মিজানুর রহমানকে ফুল দিয়ে বরণ করেন এবং ফরচুন বরিশাল ক্রিকেট টিমকে অভিবাদন জানিয়ে স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বিসিক শিল্প নগরী।
ক্রিকেটপ্রেমী সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘ চার বছর পর উজ্জীবিত হয়ে উঠেছে বরিশালের ক্রিকেটপ্রেমীরা। টানা চার বছর বরিশালের ক্রিকেট অনেকটাই থমকে ছিল। চার বছর আগে বিপিএল থেকে ছিটকে পড়ার পরে বরিশাল জাতীয় ভাবে কোন খেলায় অংশগ্রহণ করতে পারেনি।
ফরচুন গ্রুপ বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক একইভাবে ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে ফরচুন বরিশাল।
গতকাল রাতে ফরচুন বরিশাল ক্রিকেট টিম প্লে অফ নিশ্চিত করায় কাউনিয়া বিসিক শিল্পনগরী সহ আসে পাশ এলাকায় আনন্দ মিছিল করে ক্রিকেটপ্রেমী সংগঠন।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লিগ পর্বের শেষ ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ২ রানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।