April 6, 2025

ফরচুন নিউজ ২৪

উপরে যেতে পারছিলেন না বৃদ্ধা, সিঁড়িতেই আদালত বসালেন বিচারক

আদালতের সিঁড়ি বেয়ে উঠতে পারছিলেন না এক বৃদ্ধা। হতাশ হয়ে বসেছিলেন সিঁড়ির গোড়ায়। পরে খবর পেয়ে ফাইলপত্র নিয়ে নিজেই নিচে নেমে অভিযোগ শুনে সুরাহা করে দিলেন বিচারক। ভারতের তেলেঙ্গানা রাজ্যের ভুপালপল্লির জেলা আদালতে এ ঘটনা ঘটেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এ ঘটনা।

আব্দুল হাশেম নামের ওই বিচারক তার কেরানির কাছে জানতে পারেন, বয়স্ক ভাতা পাচ্ছেন না বলে দুই বছর ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন ওই বৃদ্ধা। শুনানির দিন ঠিক হলেও, বয়স আর ক্লান্তির কারণে সিড়ি বেয়ে উঠতে পারছিলেন না তিনি। সব শুনে আবদুল হাশেম নিচে নেমে সিঁড়ির গোড়ায় বসেই শুনানি সম্পন্ন করেন। দুই বছর ধরে ঝুলে থাকা বিষয়টিরও সুরাহা হয়।

About The Author