প্রিমিয়ার ফুটওয়্যার লিমিটেড পরিদর্শন করলেন ইসলামী ব্যাংকের বরিশাল জোনাল হেড মোঃ আমিনুর রহমান।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশাল জেলার জোনাল হেড মোঃ আমিনুর রহমান আজ ২ জুন দুপুর ১ : ৫০ টায় বরিশাল বিসিক শিল্পনগরীর প্রিমিয়ার ফুটওয়্যার লিমিটেড লিমিটেড পরিদর্শনে আসেন।
প্রিমিয়ার ফুটওয়ার লিমিটেড কারখানায় বরিশাল জেলার জনাব মোঃ আমিনুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় মাধ্যমে স্বাগত জানান ফরচুন গ্রপ অফ কোম্পানিজ এর চেয়ারম্যান জনাব মিজানুর রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রেদোয়ান এবং কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অতিথিবৃন্দদের ফরচুন গ্রপ অফ কম্পানিজ এর কারখানার সমূহের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়। অতিথিবৃন্দগন কারখানা প্রতিটি ফ্লোর পরিদর্শন করেন এবং এখানে কর্মরত শ্রমিকদের সাথে কাজের পরিবেশ নিয়ে আলাপ আলোচনা করেন। পরিদর্শন শেষে অতিথিবৃন্দ প্রিমিয়ার লিমিটেডের কাজের পরিবেশ ও পণ্যের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
মধ্যহ্নভোজ শেষে অতিথিবৃন্দ কারখানা ত্যাগ করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশাল জোনাল হেড মোঃ আমিনুর রহমানসহ অতিথিবৃন্দের কারখানা পরিদর্শনে প্রিমিয়ার ফুটওয়্যার লিমিটেডের কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মধ্যে উৎসাহ উদ্যোগ ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।