পুতিনের ভাষণ বন্ধ করে গান বাজাল রুশ টিভি
1 min readইউক্রেনে সামরিক আগ্রাসনের মধ্যেই মস্কোর বিশাল এক ফুটবল স্টেডিয়ামে ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া সেনা সদস্যের প্রতি সমর্থন জানাতে এবং ২০১৪ সালে ক্রিমিয়া দখলের বর্ষপূর্তিতে শুক্রবার (১৮ মার্চ) মস্কোর লুজনিকি স্টেডিয়ামে হাজার হাজার লোকের সামনে ভাষণ দেন তিনি।
তবে কথা শেষ না হওয়ার আগেই পুতিনের ভাষণ সম্প্রচার বন্ধ করে দিয়েছে রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল। অনুষ্ঠানে ভাষণের শেষের দিকে পুতিনের অর্ধেক বাক্য বলা হয়েছে এমন মুহূর্তেই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায় রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের। এর পরিবর্তে দেশাত্মবোধক গান বাজানো শুরু করে টেলিভিশনটি। কিছুক্ষণ পরই পুনরায় পুতিনের অনুষ্ঠান প্রচার শুরু হয়। ততক্ষণে রুশ প্রেসিডেন্ট তার ভাষণ শেষ করে মঞ্চ থেকে নামতে শুরু করেছেন।
ভাষণে পুতিন বলেন, আমরা জানি আমাদের কী করতে হবে, কীভাবে করতে হবে এবং কোন মূল্যে করতে হবে। আমরা আমাদের সব পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন করব।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে।