পিরোজপুরে পুত্রবধূকে নির্যাতনের ভিডিও ভাইরাল, শাশুড়ি গ্রেপ্তার
পিরোজপুরে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগে শাশুড়ি আলেয়া বেগম (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গৃহবধূর বাবা থানায় মামলা করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। ২৬ বছর বয়সী ওই গৃহবধূর স্বামী নাসির উদ্দিন মুন্সী সৌদি আরব থাকেন।
মামলায় গৃহবধূর শ্বশুর-শাশুড়ি ও চাচাশ্বশুর নূর মোহাম্মদকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, বৃহস্পতিবার গৃহবধূর সঙ্গে পারিবারিক বিষয়ে তার শাশুড়ির তর্ক হয়। এ সময় তাকে ছোট শিশুর সামনে নির্যাতন করেন তার শ্বশুর ধলু মুন্সী, শাশুড়ি আলেয়া বেগম ও চাচাশ্বশুর নূর মোহাম্মদ।
ঘটনাটা গৃহবধূর মেয়ে মোবাইল ফোনে ভিডিও করে ফেসবুকে প্রকাশ করে। পরে গৃহবধূর বাবা ঘটনা জানতে পেরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
জেলার মঠবাড়িয়া থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান বলেন, শনিবার রাতে গৃহবধূর বাবা থানায় মামলা করলে শাশুড়ি আলেয়া বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।