পান্তের পর জাদেজার সেঞ্চুরি, ৪১৬ রানে থামলো ভারত

৯৮ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল ভারত, তখনই হাল ধরেছিলেন রিশাভ পান্ত এবং রবিন্দ্র জাদেজা। ইংলিশ বোলারদের আনন্দ যেটুকু ছিল, সেটাকে পু্রোপুরি মাটি করে দেন এ দু’জন। ২২২ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা দু’জন।
এরই মধ্যে ওয়ানডে স্টাইলে ব্যাট করে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি পূরণ করেন পান্ত। ৮৯ বলে সেঞ্চুরি করার পর ১১১ বলে আউট হন ১৪৫ রান করে। পান্ত আউট হয়ে গেলেও ৮৩ রান নিয়ে অপরাজিত থেকে যান রবিন্দ্র জাদেজা।
ইংলিশ পেসার জেমস এন্ডারসন এখনও বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে যাচ্ছেন। ৬০ রান দিয়ে তিনি একাই নিলেন ৫ উইকেট। ম্যাথিউ পটস নেন ২ উইকেট এবং ১টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস এবং জো রুট।