November 23, 2024

ফরচুন নিউজ ২৪

পানামার তিন জাহাজে মিসাইল হামলা, অভিযোগ রাশিয়ার দিকে

1 min read

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে কৃষ্ণ সাগরে নিজেদের তিনটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে পানামা। হামলায় জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্ষেপণাস্ত্র হামলার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে পানামা। তবে এ ব্যাপারে রাশিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার এক বিবৃতিতে পানামা কর্তৃপক্ষ জাহাজে মিসাইল হামলার তথ্য জানিয়ে রাশিয়াকে অভিযুক্ত করেছে। দেশটি জানিয়েছে, মিসাইল হামলায় একটি জাহাজ ডুবে গেছে। আর বাকি দুটি ক্ষতিগ্রস্ত অবস্থায় সমুদ্রে চলাচল করছে।

ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত তিনটি জাহাজ হল নামুরা কুইন, লর্ড নেলসন এবং হেল্ট। কত তারিখে জাহাজগুলোতে মিসাইল হামলা হয়েছিল তা জানায়নি পানামা।

পানামা মেরিটাইম অথরিটির (এএমপি) প্রশাসক নোরিয়েল আরাউজ বলেছেন, আমাদের তিনটি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জাহাজের ক্রুদের সবাই নিরাপদে আছেন। আমাদের জাহাজের ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, অন্যান্য দেশের পতাকাবাহী অন্তত ১০টি জাহাজ এখনও কৃষ্ণ সাগরে ভাসছে।

এএমপির মতে, বিশ্বে পানামার পতাকাবাহী জাহাজের সংখ্যা সবচেয়ে বেশি। পানামার পতাকাবাহী ৮ হাজারের বেশি সামুদ্রিক জাহাজ রয়েছে।

কৃষ্ণ সাগর রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও পরিবহন ধমনী হিসেবে বিবেচিত। ইউক্রেনকে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করতে বর্তমানে রুশ নৌ বাহিনী কৃষ্ণ সাগরে অবরোধ স্থাপন করেছে। এ ছাড়াও, কৃষ্ণসাগরের সঙ্গে সংযুক্ত আজভ সাগরে রাশিয়া ইতোমধ্যে উভচর যান মোতায়েন করেছে।

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *