May 23, 2025

ফরচুন নিউজ ২৪

পাকিস্তান সুপার লিগের নিলামে ছয় বাংলাদেশি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রকাশিত পিএসএল প্লেয়ার্স ড্রাফটের ৪০০ জন ক্রিকেটারের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি ছয় তারকা ক্রিকেটার।

রোববার বিকালে পিএসএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের সবচেয়ে তারকা প্লেয়ার হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল।

আগামী ২০ ফেব্রুয়ারি পিএসএল শুরু হবে; শেষ হবে ২২ মার্চ। খেলাগুলো হবে করাচি ও লাহোরে। সেই সময়ে আন্তর্জাতিক খেলা রয়েছে শ্রীলংকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের। যে কারণে এসব দেশের জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত থাকায় পিএসএলে খেলতে পারবেন না।  তবে জাতীয় দলের বাইরে যারা রয়েছেন তারা নিজ দেশের ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র নিতে পারলে খেলতে পারবেন।পিএসএল নিলামের ড্রাফটে রয়েছেন- বাংলাদেশ দলের অন্যতম তারকা পেসার মোস্তাফিজুর রহমান, টি-টোয়েন্টি দলের অধিনায়ক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ, গতিময় পেসার তাসকিন আহমেদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, তারকা ওপেনার এনামুল হক বিজয় ও মেহেদী হাসান।

About The Author