April 4, 2025

ফরচুন নিউজ ২৪

পর্যটনকেন্দ্র কুয়াকাটা আবারও বন্ধ ঘোষণা

করোনার প্রভাবে পর্যটন কেন্দ্র কুয়াকাটা আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে। পহেলা এপ্রিল থেকে পনের দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন।

বুধবার (৩১ মার্চ) এ খবর নিশ্চিত করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। একইসঙ্গে মহিপুর থানা জানিয়েছে, সারা দেশের মতো কুয়াকাটা পর্যটন কেন্দ্র আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পুনরায় বন্ধ রাখা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা পুলিশ ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে মাইকিংসহ পর্যটন ব্যবসায়ীদের নিয়ে সভা করে এবিষয়ে সতর্ক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় জরুরি সভায় আবাসিক হোটেল-মোটেল, রিসোর্টসহ পর্যটকদের গমনাগমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এ নিষেধাজ্ঞা ১এপ্রিল থেকে কার্যকরের ঘোষণা দিয়ে বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

এ প্রসঙ্গে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ সিনিয়র এএসপি সোহরাব হোসেন বলেন, সারা দেশের মতো ১ এপ্রিল থেকে আগামী ১৫ দিনের জন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটার সব আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

About The Author