পদ্মা সেতুর শেষ স্প্যানের ফিটিং সম্পন্ন
1 min readপদ্মা সেতুর সবশেষ স্প্যানের ফিটিংয়ের কাজ শেষ হয়েছে। শনিবার সকালে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে এই ফিটিংয়ের কাজ শেষ হয়। এ নিয়ে পদ্মা সেতুর ৪১টি স্প্যানের সবগুলোই প্রস্তুত হয়ে গেছে। আজ প্রস্তুত হওয়া ২এফ নম্বর পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর পিয়ারের ওপর বসানো হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আবদুল কাদের। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর ৩২ স্প্যান এরই মধ্যে সেতুর ৩৩টি পিয়ারের ওপর বসানো হয়েছে। সবশেষ স্প্যানটি ১১ অক্টোবর মাওয়া প্রান্তে বসানো হয়।
পদ্মা সেতু সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর ৩ ও ৪ নম্বর পিয়ারের ওপর ৩৩তম স্প্যান বসানো হবে। এর ৫ দিন পর ২৫ অক্টোবর ৭ ও ৮ নম্বর পিয়ারের ওপর ৩৪তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। ৩০ অক্টোবর ২ এবং ৩ নম্বর পিয়ারের ওপর ৩৫তম বসানো হবে। নভেম্বর মাসের ৪ তারিখ ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে প্রকল্প সূত্রে জানা গেছে। অর্থাৎ প্রতি পাঁচ দিন অন্তর একটি করে স্প্যান বসানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। বাকি পাঁচটি স্প্যানও চলতি বছরই বসানোর পরিকল্পনা রয়েছে।