পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বরিশালে ফরচুন গ্রুপের শুভেচ্ছা মিছিল

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে দিন ঘোষণা করলেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হবে, সে দিন গোটা জাতি আবেগে ভেসে গেলেও ওই ঘোষণার আগমুহূর্ত পর্যন্ত আমরা সেটি ভাবতেও পারিনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, সেটি আজ সত্য। কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু আজ উন্মুক্ত।
এতে উচ্ছাসিত বরিশালবাসী, তারই এক ঝলক দেখা গেলো বরিশালে ফরচুন গ্রুপের শুভেচ্ছা রেলীতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও পদ্মা সেতুর বাস্তবায়নের উচ্ছাস প্রকাশে আজ রাস্তায় নামে ফরচুন গ্রুপের অসংখ্য কর্মকর্তা ,কর্মচারী ও শ্রমিকরা।
অদ্য ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী সেতু উদ্ভোধনের পরপরই উচ্ছাসিত জনতার ভীড় বাড়তে থাকে বরিশাল বিসিক শিল্প নগরীতে অবস্থিত ফরচুন সুজ এর নিজস্ব ফ্যাক্টরির সামনে, বেলা দেড়টায় বিসিক এলাকা থেকে শুভেচ্ছা মিছিল টি বের হয়, বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি বিসিক এলাকা থেকে নগরীর নতুনা বাজারের দিকে অগ্রসর হয়। এসময় জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে সর্বত্র।
প্রদক্ষীন শেষে মিছিলটি নগরীর বিসিক ,নতুন বাজার,মহাস্মশান হয়ে ফরচুন সূজ এর ফ্যাক্টরিতে এসে শেষ হয়।