April 7, 2025

ফরচুন নিউজ ২৪

পদোন্নতি পেলেন ৩৭৮ চিকিৎসক

স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন ৩৭৮ মেডিকেল অফিসার চারটি পদের বিপরীতে জুনিয়র কনসালটেন্ট (৬ষ্ঠ গ্রেডে) পদে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তারা এ পদোন্নতি পান।

প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া চিকিৎসকদের নামের তালিকা ও বিষয়ের নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের  [email protected] ইমেইলে তাদের যোগদানপত্র পাঠাতেও প্রজ্ঞাপনে নির্দেশনা দেয়া হয়েছে।

করোনাকালীন মহামারিতে গত ৩ মাসে মোট এক হাজার ৩২৮ মেডিকেল অফিসারকে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

About The Author