April 6, 2025

ফরচুন নিউজ ২৪

নির্মানের তিন বছরের মাথায় নদী গর্ভে বিলীন মেহেন্দিগঞ্জের প্রাথমিক বিদ্যালয়

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরবগী চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বুধবার দিনের বেলায় নদীর ভাঙনে বিলীন হতে শুরু করে। এ বিদ্যালয় আশপাশের প্রামের শতাধিক শিশুদের পাঠদানে মুখরিত ছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য বশিরুল হক। তিনি জানান, ২০১৭ সালে আগে বিদ্যালয়টির কার্যক্রম স্থানীয় উদ্যোগে কোনরকম একটি টিনের ঘরে পরিচালনা করা হতো। ২০১৭ সালে নতুন নির্মাণ হওয়া দ্বিতল পাকা ভবনটি পেয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গ্রামের মানুষ অনেক খুশি হয়। তখন পাশের নদীটি বহুদুরে ছিলো। এরপর গেলো ২ বছরে অব্যাহত ভঙনে নদীতে বিদ্যালয় ভবনটির কাছাকাছি চলে আসে। আর এবারের ভাঙনে ভবনটি বিলীন হতে থাকে। তিনি আরও বলেন, কিছুদিন পূর্বে ভাঙন থেকে রোধ করার জন্য বিদ্যালয় সংলগ্ন নদীতে বালুর বস্তাও ফেলা হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না। চোঁখের সামনে বিদ্যালয় ভবন বিলীন হতে দেখা ছাড়া কারোই কিছু করার ছিলোনা। কালাবদর, তেতুলিয়া, গনেশপুর নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়সের বাসিন্দারা।

About The Author