April 12, 2025

ফরচুন নিউজ ২৪

নিউজিল্যান্ডের স্বপ্ন ভেঙে বিশ্বকাপে কোস্টারিকা

শুরুতেই ধাক্কা খেলো নিউজিল্যান্ড। এরপর আর তাদের চড়ে বসতে দিলো না কোস্টারিকা। এক গোলের লিড শেষ পর্যন্ত রেখে কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে নিলো মধ্য আমেরিকার দেশটি।

কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে আন্তঃমহাদেশীয় প্লে-অফে ১-০ গোলে জিতেছে কোস্টারিকা। দলকে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নেওয়া গোলটি করেছেন জোয়েল ক্যাম্পবেল।

ম্যাচ তখন সবে শুরু হয়েছে। তৃতীয় মিনিটের মাথায় জিউইসন বেনেটের পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন সাবেক আর্সেনাল স্ট্রাইকার ক্যাম্পবেল।

ওই একটা গোল আগলে রেখেই অনেকটা নেতিবাচক ফুটবল খেলেছে কোস্টারিকা। বরং বারবার আক্রমণে গেছে নিউজিল্যান্ড।

৩৯তম মিনিটে জালে বলও জালে পাঠিয়েছিলেন ক্রিস উড। তবে আক্রমণের শুরুতে ফাউলের জন্য ভিএআরে গোলটি বাতিল করে দেন রেফারি।

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *