April 13, 2025

ফরচুন নিউজ ২৪

নিউজিল্যান্ডের কাছে বড় হার ভারতের

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিলেও দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেলো ভারতের মেয়েরা। হ্যামিল্টনে দিবারাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬২ রানের বড় ব্যবধানে হেরেছে মিথালি রাজের দল।

প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড নারী দল। জবাবে ইনিংসের ২০ বল বাকি থাকতে ১৯৮ রানেই গুটিয়ে যায় ভারত।

তবে দলকে মূলত লড়াকু পুঁজি এনে দেওয়ার বড় কৃতিত্ব চার নম্বরে নামা অ্যামি সাথারওয়েটের। ৮৪ বলে ৯ বাউন্ডারিতে ৭৫ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন তিনি। এছাড়া এমেলিয়া কের ৫০, ক্যাটে মারটিন ৪১ আর অধিনায়ক সোফি ডিভাইনের ব্যাট থেকে আসে ৩৫ রান।

ভারতের পূজা ভাসত্রাকার ১০ ওভারে ৩৪ রানে নেন ৪টি উইকেট। ২ উইকেট নেন রাজেশ্বরী গাঁইকদ।

জবাবে ৯৭ রানের মধ্যে ইনিংসের অর্ধেকটা খুইয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ভারত। পাঁচ নম্বরে নেমে অভিজ্ঞ হারমানপ্রিত কাউর ৬৩ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিনিই বলতে গেলে একা যা একটু লড়েছেন। কিন্তু দলকে জেতানোর মতো অবস্থায় নিয়ে যেতে পারেননি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *