নামিরের বিরুদ্ধে রিট দুদকে নোটিশ করাতে বললেন হাইকোর্ট

বিদেশগামী শ্রমিকদের নিবন্ধনের আড়াই কোটি টাকার রাজস্ব আত্মসাতের অভিযোগে প্রবাসীকল্যাণ মন্ত্রীর ভাগ্নে নামির আহমেদের বিরুদ্ধে করা রিটের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) নোটিশ করার জন্য বলেছেন হাইকোর্ট।
রিটকারী আইনজীবীকে এ নির্দেশ দেন আদালত। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি বলেন, এ বিষয়ে শুনানির জন্য বুধবার (১৩ এপ্রিল) দিন ঠিক করেছেন আদালত।
এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১২ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালতে আজ রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজিজুল বাশার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
এর আগে বিভিন্ন জাতীয় দৈনিকে ‘রাজস্বের ভাগ মন্ত্রীর ভাগ্নের পকেটে’, ‘মন্ত্রীর আত্মীয়ের অবৈধ ব্যবসার ফাঁদ’, ‘আমি প্রবাসী অ্যাপ নিয়ে তুঘলকি কাণ্ড!’ শিরোনামে প্রকাশিত সংবাদ যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওবায়দুল ইসলাম।