নরম ত্বক পেতে বেদানা যেভাবে ব্যবহার করবেন
1 min readরূপচর্চার জন্য ভেষজ উপাদান ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ফলও ব্যবহার হচ্ছে রূপচর্চায়। যেমন নরম ত্বকের জন্য বেদানা ব্যবহার করা হচ্ছে। এবার জেনে নিন নরম ত্বকের জন্য বেদানা যেভাবে ব্যবহার করবেন।
-
গরমে ত্বকে বেদানার খোসা ব্যবহার করে সান ট্যান এড়ানো যায়। রোদে বের হওয়ার আগে, ক্রিম, লোশন বা এসেনশিয়াল অয়েল যাই লাগান না কেন তাতে বেদানার খোসার গুঁড়া লাগান। এটি শুধুমাত্র কড়া রোদ থেকে সুরক্ষাই দেয় না বরং ত্বকের ট্যানিং এবং রোদে পোড়ার সমস্যাও কমায়। ছবি: সংগৃহীত
-
বেদানার খোসা গরমে ত্বকের দারুণ ময়েশ্চারাইজার হিসেবে কাজ করতে পারে। বেদানার খোসায় থাকে ইলাজিক অ্যাসিড যা ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রেখে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। এই খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। ২ চা চামচ পাউডারে সামান্য গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং ত্বকে লাগান। ১০ মিনিট পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ বেদানার খোসার ফেসপ্যাক ত্বকের মৃত কোষ দূর করে ব্রণ, ব্রণর দাগও দূর করে। এ জন্য বেদানার খোসা থেকে তৈরি পাউডারে এসেনশিয়াল অয়েল, দই ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান এবং শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
গ্রীষ্মকালে ধুলাবালি, ময়লা এবং ঘামের কারণে ত্বকের ছিদ্র খুলতে শুরু করে। এমন পরিস্থিতিতে বেদানার খোসার ফেসপ্যাক ত্বকের ছিদ্র কমাতে সাহায্য করে। এর জন্য বেদানার খোসা থেকে তৈরি পাউডারে দই, গোলাপ জল এবং এসেনশিয়াল অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার ত্বকে লাগান এবং শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
বেদানার খোসা ত্বকের মৃত কোষ মেরামতের কাজ করে। এর ব্যবহারে বলিরেখা ও ফাইন লাইনের সমস্যাও কমে। এই খোসা থেকে তৈরি পাউডারে ২ চা চামচ গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। এই প্যাকটি শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত