May 24, 2025

ফরচুন নিউজ ২৪

নতুন প্রজন্মকে খেলাধুলায় পারুদর্শী হতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, নতুন প্রজন্মকে সুস্থ্য সবল থাকতে লেখাপাড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারুদর্শী হতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে আমাদের সোনার ছেলে গড়তে হবে। সোনার ছেলে গড়তে হলে তাদের খেলাধুলা সহ শারীরিক যোগ্যতা অত্যন্ত দরকার।

শনিবার বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রদত্ত রোলার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি এসব কথা বলেন। এসময় করোনা রোধে সবাইকে মাস্ক পরিধানে তাগিদ দেন তিনি।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর হোসেন খান আলো এবং জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী।

এসময় ফরচুন সুজ এর স্বাত্তাধিকারী মো. মিজানুর রহমানের অনুদান দেয়া কিছু ক্রীড়া সামগ্রী সরকারি শিশু পরিবারের মাঝে বিতরন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

About The Author