দেশে ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

দেশে আজ সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত হবে, এই অর্জনের মাধ্যমে সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলে জানিয়েছেন পরিচালক(জনসংযোগ) সাইফুস হাসান চৌধুরী।
পিডিবির পরিচালক(জনসংযোগ) সাইফুস হাসান চৌধুরী জানান, আজ রাত ৯টায় দেশে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক( জনসংযোগ) সাইফুস হাসান চৌধুরী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে প্রতিটি নাগরিক বিদ্যুতের সুবিধা ভোগ করবে। এটাই এই সরকারের লক্ষ্য। সেই কাঙ্খিত লক্ষ্য অর্জনে তারা নিরলশ কাজ করছেন। তারই অংশ হিসেবে আজ মঙ্গলবার রাত ৯টায় দেশে ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদের রেকর্ড হলো।