দেশে কোটিপতির সংখ্যা লাখ ছাড়ালো
1 min readমহামারি করোনাভাইরাসে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়লেও বেড়েছে কোটিপতির সংখ্যা। কোটি টাকার বেশি ব্যাংকে আমানত রেখেছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এরমধ্যে গত দেড় বছরে (করোনকালীন সময়ে) নতুন কোটিপতি হয়েছেন ১৭ হাজার ২৯৩ জন। চলতি বছরের তৃতীয় প্রান্তিক সেপ্টেম্বর শেষে নতুন কোটিপতি সংখ্যা বেড়েছে ৩২১ জন।
তবে, বিশ্লেষকরা বলছেন, করোনায় মানুষের আয় কমলেও কোটিপতি বাড়ার প্রবণতা সমাজে বৈষম্য তৈরি করছে। একদিকে, কিছু মানুষ গরিব হচ্ছে, অন্যদিকে বাড়ছে কোটিপতির সংখ্যা।