December 15, 2025

ফরচুন নিউজ ২৪

দেশে করোনার অ্যান্টিজেন টেস্ট আগামী সপ্তাহে চালু

দেশে করোনার অ্যান্টিজেন টেস্ট আগামী সপ্তাহে চালু করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

গতকাল শনিবার ম্যালেরিয়া বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, করোনা অ্যান্টিজেন টেস্ট আগামী সপ্তাহে চালু করতে পারব বলে আশা করছি। দুই মাস আগে সরকার অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিলেও ক্রয়সংক্রান্ত প্রক্রিয়ার কারণে এখনও চালু করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, দেশে করোনায় যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই আগে থেকেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। আমরা গত সপ্তাহে ৩৯ জনের মৃত্যু তথ্য পর্যালোচনা করে দেখেছি, তাদের মধ্যে ২৯ জনই (প্রায় ৭৫ শতাংশ) আগে থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিল।

About The Author