দলীয় কর্মীদের শাস্তি দিতে পিছপা হয় না সরকার
সিলেটের ঘটনায় যেই জড়িত থাকুক তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় সভানেত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার নিজের দলের কর্মীদের অপকর্মের জন্য শাস্তি দিতে পিছু পা হয় না। মহামারির চলমান পরিস্থিতিতে দলীয় কার্যালয়ে সভানেত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।