April 9, 2025

ফরচুন নিউজ ২৪

তুরস্ক-গ্রিসে ভূমিকম্প ও সুনামিতে ২২ জনের মৃত্যু

এজিয়ান সাগরে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও গ্রিসে অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আট শতাধিক মানুষ। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকের ওই ভূমিকম্পের পর ইজিয়ান সাগরের তীরবর্তী এলাকায় সুনামি দেখা দেয়।

সাগর উত্তাল হয়ে ওঠায় তুরস্কের ইজমির শহরের ও গ্রিসের কিছু রাস্তা পানিতে ডুবে যায়। রাতভর চলে এসব অঞ্চলের উদ্ধার তৎপরতা। প্রায় ২ হাজারের বেশি মানুষ খোলা আকাশের নীচে সরকারি তাবুতে রাত কাটিয়েছে। ভূমিকম্পের পর এক টেলিভিশন বার্তায় প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন

About The Author