‘তাসকিন দেখিয়ে দিয়েছে, কিভাবে একজন পেসারকে বড় হতে হয়’
1 min readইনজুরির কারণে তাসকিন আহমেদ দলের সঙ্গে নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলার পর ইনজুরিতে পড়ে দেশে ফিরে আসতে হয়েছিল তাকে। এরপর থেকে এখনও পর্যন্ত মাঠে নামতে পারেননি তিনি। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সফরেও দলের সঙ্গে রাখা যায়নি তাকে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে না পারলেও সেখানে আলোচনায় উঠে এসেছে তাসকিনের নাম। পেসার খালেদ আহমেদ যতটা ভালো বোলিং করেছেন, যদি তাসকিন থাকতেন, তাহলে ওয়েস্ট ইন্ডিজকে আরো ভালোভাবে চেপে ধরা যেতো বলে মনে করছেন সবাই।
এমন প্রশ্নের জবাবে সাকিব প্রথমে পেসারদের চেষ্টা এবং পরিশ্রমের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘শেষ অনেকদিন ধরেই পেস বোলাররা ভালো বোলিং করছে এবং তাদের মধ্যে চেষ্টাও অনেক বেশি। এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি দরকার। তারা বিশ্বাস করে যে, তারা অনেক কিছু পরিবর্তন করতে পারে। তো এই বিশ্বাসটা তাদের আছে এবং আমার ধারণা তারা চেষ্টা করে। তারা অনেক পরিকল্পনা করে। তারা একসাথে থেকে পরিকল্পনা করে একটা কাজ করার চেষ্টা করছে, যে কারণে আসলে তারা এত বেশি সফল হচ্ছে।’
এরপর পেসারদের এই পরিবর্তনের পেছনে যে তাসকিনের অনেক বড় অবদান রয়েছে, সেটাও উল্লেখ করেন সাকিব। তিনি বলেন, ‘একটা বড় ক্রেডিট দিতে হয় আসলে তাসকিনকে। তাসকিন আসলে শেষ দুই-তিন বছরে দেখিয়ে দিয়েছে যে, কিভাবে আসলে একজন পেস বোলার বড় হতে পারে কিংবা সামনের দিকে এগোতে পারে এবং ব্যাকরণগত কিভাবে উন্নতি করতে পারে। আমার মনে হয়, তাকে অনেকেই অনুসরণ করে। আমাদের পেস বোলারদের ভালো করার পেছনে এটা একটা বড় কারণ।’
তাসকিনের আগে কোনো পেসার এত পরিশ্রম করেনি বলেও উল্লেখ করেন সাকিব। তিনি বলেন, ‘এর আগে হয়তো কেউ এভাবে কঠিন পরিশ্রম করে, ম্যাচের পর ম্যাচ ত্রিশ ওভার-চল্লিশ ওভার একটানা একই পেসে বোলিং করে আসেনি। এটা আসলে এর আগে খুব বেশি হয়নি, তাসকিন করার আগ পর্যন্ত। হয়তো করেছে, টাইম বাই টাইম বা পার্ট বাই পার্ট; কিন্তু এতবেশি কেউ করেনি। তাসকিনকে অনেক বেশি ক্রেডিট দিতে হয়, এই চিন্তাধারাটা পরিবর্তন করার পেছনে আমার মনে হয় তার অনেক বড় ভূমিকা আছে।’