December 13, 2025

ফরচুন নিউজ ২৪

তামিমদের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত মুশফিকের

বেক্সিমকো ঢাকার রবিউল ইসলাম রবির স্পিন বিষে বিপর্যস্ত ফরচুন বরিশাল নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করেছে ১০৮ রান। রবি একাই শিকার করেন ৪টি উইকেট। শফিকুল ইসলাম নিজের ৩ ওভারের দুইটিই মেডেন দেন। বরিশালের পক্ষে সর্বোচ্চ রান আসে তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু করেন। তামিম ও সাইফ হাসান- দুই ওপেনারই বাউন্ডারি ছোটাতে থাকেন শুরুতেই। ৪ ওভার পর্যন্ত ইনিংস বরিশালের পক্ষেই ছিল, ৫ম ওভারে এসে ম্যাচ ঘুরিয়ে দেন রবি।ঢাকার রবি ৪ ওভারে ২০ রানের বিনিময়ে শিকার করেন গুরুত্বপূর্ণ ৪টি উইকেট। নাঈম ৪ ওভারে ৮ খরচায় পান ১টি ও শফিকুল ১০ রান খরচায় পান ২টি উইকেট। রুবেল নিয়েছেন একটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ফরচুন বরিশাল ১০৮/৮ (২০ ওভার)
হৃদয় ৩৩, তামিম ৩১, মিরাজ ১২;
রবি ৪/২০, শফিকুল ২/১০, নাঈম ১/৮।

About The Author