তরলবর্জ্য খোলা নালায়, দুই ওয়াশিং কারখানাকে ১৯ লাখ টাকা জরিমানা
1 min readচট্টগ্রামের নাসিরাবাদ বিসিক শিল্প এলাকায় ইটিপি বন্ধ রেখে তরলবর্জ্য খোলা নালায় ছেড়ে পরিবেশ ক্ষতিগ্রস্ত করার অপরাধে দুই ওয়াশিং কারখানাকে ১৮ লাখ ৯৫ হাজার ১৬৮ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
১২ ডিসেম্বর দুপুরে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে পরিচালক হিল্লোল বিশ্বাস এ জরিমানা করেন।
এরমধ্যে মক্কা ওয়াশিং ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডকে ১৬ লাখ ৮৯ হাজার ৬শ টাকা এবং জেফার্স ওয়াশিংকে জরিমানা করা হয় ২ লাখ ৫ হাজার ৫৬৮ টাকা।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, পরিবেশ অধিদপ্তরের টিম অভিযান পরিচালনা করে মক্কা ওয়াশিং এবং জেফার্স ওয়াশিংয়ের ইটিপি বন্ধ পায়। প্রতিষ্ঠান দুটি ইটিপি বন্ধ রেখে তরলবর্জ্য খোলা নালায় ফেলছে। প্রথম পরিদর্শনে খোলা তরলবর্জ্যের নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পরীক্ষা করা হয়।
পরীক্ষায় বিষাক্ত বিভিন্ন কেমিক্যালের মানমাত্রা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে। তাছাড়া তাদের পরিবেশ ছাড়পত্রও নবায়ন ছিল না। সোমবার প্রতিষ্ঠান দুটিকে শুনানিতে ডাকা হয়। উভয়পক্ষের শুনানিতে দুই প্রতিষ্ঠানের ওপর পরিবেশগত ক্ষতিপূরণ আরোপ করা হয়, বলে জানান তিনি।