May 6, 2024

ফরচুন নিউজ ২৪

তদন্তের খবরে লুজারের শীর্ষে অ্যাসোসিয়েট অক্সিজেন

1 min read

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে গতকাল সোমবার তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কোম্পানিটির লেনদেনে এর প্রভাব পড়েছে। ফলে দর হারানোর শীর্ষে উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিটি। এদিন কোম্পানিটি দর কমেছে ৬ টাকা বা ৯ দশমিক ৮৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৫ টাকায় লেনদেন হয়। ৬ হাজার ২ বারে ৪৫ লাখ ৪৩ হাজার ৬০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ২৫ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকা।

দর হারানোর তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে ইয়াকিন পলিমার। এ কোম্পানিটির দর কমেছে ১ টাকা বা ৭ দশমিক ৪৬ শতাংশ। ২৮৫ বারে মোট ৪ লাখ ৯০ হাজার ৬৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার মূল্য ৬ কোটি টাকা।

লুজারের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, শাইন পুকুর সিরামিকস লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড এবং এডিএন টেলিকম লিমিটেড।

About The Author