April 12, 2025

ফরচুন নিউজ ২৪

ঢাকায় তুরস্ক দূতাবাসের নতুন ভবন উদ্বোধন

ঢাকায় তুরস্ক দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন যৌথভাবে এ ভবন উদ্বোধন করেন।

রাজধানীর বারিধারার মাদানি অ্যাভিনিউয়ে তুরস্ক দূতাবাসের এই নতুন ভবন উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু মঙ্গলবার রাতে দু’দিনের সফরে ঢাকায় আসেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বুধবার বেলা সাড়ে ১টায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। তার আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি বৈঠক করেন। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। বুধবার রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন।

About The Author