April 26, 2024

ফরচুন নিউজ ২৪

ডোপ টেস্ট পজিটিভ, চাকরি যাচ্ছে ২৬ পুলিশের

1 min read

মাদকাসক্তের কারণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২৬ সদস্যকে চাকরিচ্যুত করা হবে। এজন্য সকল প্রক্রিয়াও শুরু হয়েছে। মাদক বিষয়ে সন্দেহ হলে ওই পুলিশদের সদস্যদের ডোপ টেস্ট করা হয়। এ সময় তাদের পজিটিভ পাওয়া যায়।

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। ২৬ সেপ্টেম্বর, শনিবার মিরপুরে অবস্থিত ডিএমপির নবসৃষ্ট ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব বলেন।

এ বিষয়ে শফিকুল ইসলাম জানান, মাদকের বিষয়ে সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করানো হয়। তাদের মধ্যে ২৬ সদস্যকে পজিটিভ অবস্থায় পাওয়া যায়। তাদেরকে চাকরিচ্যুত করার সকল প্রক্রিয়া শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, এভাবে ব্যবস্থা নিতে পারলে বাকি পুলিশ সদস্যদের কাছেও মেসেজ যাবে যে, কাউকে ছাড় দেয়া হবে না। এই উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছে এবং এই রাস্তা থেকে ফিরে এসেছে।

ডিএমপি কমিশনার আরো বলেন, যেসব পুলিশ সদস্য মাদকের সাথে সম্পৃক্ত বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে সরাসরি গ্রেপ্তার করা হচ্ছে। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হচ্ছে না বলেও জানান তিনি।

About The Author